নববর্ষ
আজ সত্যি নিজেকে প্রবাসী বলে মনে হলো দেবাংশীর ...কে বলবে আজ নববর্ষ ?? মানে ওই বাঙ্গালী New Year..
😊..
আগে যখন ও বাড়িতে থাকতো, আজকের দিনটাতে যেত দাদু - কাকাদের সাথে চরকের মেলাতে ..ওদের এই গ্রামে হয় মেলাটা...ভাই বোন হওয়ার পর, ওদের কেও দলে নিয়ে নিতো দেবু...
😍
😍
😘....কাঠি ভাজা, জিলিপি, বাদাম ভাজা, ভাইবোনের খেলনা, কোনোটাই বাদ দিতো না ও কিনতে....বাড়ির সবার পছন্দের কিছু না কিছু নিয়ে আসাতে যে কতটা মজার সেটা realise করতো ও..In fact ফুচকা pack করে বাড়িতে নিয়ে এসে সবাই মিলে খাওয়ার আনন্দটা ও হয়তো কেউকে বলে বোঝাতেও পারবে না...এসব মনে পড়লে ওর মনের ভিতরটা কিরকম হু হু করে ওঠে...
😫
😫
😫
😫...আর ফুচকার home delivery কথাটা শুনলে হয়তো ওর বন্ধু বান্ধবরা হাসতেও পারে ....তাই র কেউ কেই কোনো দিনও বলা হয়ে ওঠে নি এই সব কথা গুলো ...
😦
😦
😦
সবই যেন বড়ো হবার সাথে সাথে কোথায় হারিয়ে যাচ্ছে...আজ কাল প্রায় প্রতিটা মুহূর্তেই ওর মনে হয় হয়তো এই জন্যই বড়োরা বলতো ছোট বেলাটাই ভালো....
হটাৎই গায়ের পুরোনো rough use করার জামাটা দেখে চোখের কোনটা হয়তো নিজের অজান্তেই ছল ছল করে উঠলো দেবুর...প্রতি বছর এই দিনটাতে ঠাকুমা ওদের তিন ভাই-বোনকে mainly ওকে জোর করেই নতুন জামাটা পড়াতো ...
😍
😍
😍
😍.....তখন আলিয়সসী লাগতো নতুন জামাটা পড়তে জাকে বলে লেড্ঢ ..
😎
😎..কিন্তু এখন সেই ইচ্ছাটা থাকলেও, বাকি সব স্বপ্ন কথা.....
😭
😭
😭
😭
😭
😭
😭
😭..
একটা গভীর নিঃস্বাস ছেড়ে.....
😤
😤
😤....Online হলো দেবু.......সবাইকে নৱবৰ্ষৰ শুভেচ্ছা যে জানাতে হবে....
😊
😊
😊....আজ whatsapp, Facebook কোথাও বাকি নেই নৱবৰ্ষৰ শুভেচ্ছা বিতরণের. সাথে রসগোল্লার pic গুলরত কোনো কথা হবে না.....আহা জিভ এ জল চলে আসে ....
😍
😍
😍
😍
😍
😍
😍
😍
😘
😘
😘
😘
😘.......
মনের ভুলেই একটা অবজ্ঞার হাসি হাসলো দেবু, সত্যি দুনিয়াটা digital হয়ে গেছে ....
😏
😏
😏....
Sms করতে করতে চোখের সামনে ভেসে উঠলো বাড়িতে সবার সাথে কাটানো ওর সেই golden moment গুলো
কাকা-কাকিমাদেড় সাথে খুনসুটি...ভাই বোনের সাথে ঝগড়া-মারপিট-টিভি দেখা..খেলা আবার কখনো বাবার গাড়িতে চেপে নতুন খাতা করতে যাওয়া....মায়ের কাছ থেকে কখনো বা টক-ঝাল-মিষ্টি বকুনি আর সর্বোপরি দাদু-ঠাকুমার সেই আদোরের ঝাঁপি খুলে কোনো রূপকথার গল্পের রাজকুমারী হয়ে যাওয়া.........
😍
😍
😍
😘
😘
😘
😂
😂
😂
😂
😂
😂
😂.....সত্যি সেসব আলাদাই মজা.....
হঠাৎ ওর সম্বিৎ ফিরলো whatsapp এর কলেজ groupa sms আসাতে .....সব তামিল এ কথাবার্তা...ওই গতকাল ওদের তামিল New year গেছে তো সবাই কে কি করেছে তার pic পাঠাচ্ছে......
😑
😑
😑
😑সাথে তামিল অক্ষরে কি সব যেন লেখা...দুস্স কিছু পড়তে পারে না ও তামিল এ.....প্রথম প্রথম ও এখানে আসার পর পর চেষ্টা করে তামিল শেখার....কিন্তু ভাষাটা কেমন রস কোষ বিহীন....আর তাছাড়া এখানকৰে মানুষগুলো কেমন যেন....মিস্তে চায় না....ভাষার অসুবিধার জন্য..বুকের ভিতরটা হু হু করে উঠলো দেবুর, সত্যিতো আজ যদি ও বাড়িতে থাকতে পারতো....
😭
😭
😭
😭.....Room থেকে বেরিয়ে এসে বারান্দাটায় দাঁড়ালো....হয়তো ভয় পেয়ে যদি ওর চোখের কোনায় জমে থাকা নোনা জলটা বাঁধ ভেঙে দেয়....সবাই কি ভাববে???
😖
😖
😖
😖
😖
😖
😖......নঃ faliure ও....পারলোনা সবার আড়ালেও বাঁধটা ভাঙতে...
হঠাৎই দেবুর মনে হলো ওর মনের ভিতর থেকে কেউ যেন একটা ওর দিকে তাকিয়ে হাস্তে হাস্তে বলছে,""কিছু স্বপ্ন পূরণ করার জন্য বাড়ি থেকে বেরিয়ে ছিলি না ???
😏
😏
😏 আজ বাড়ি যাওয়াটাই তোর কাছে সব থেকে বোরো স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে""""এ সব ভাবতে ভাবতেই কোনো এক অজানা দুনিয়ায় চলে গেছিলো.....যেখানে ও সম্পূর্ণ এক|
😖
😖
😖...কোথা থেকে একটা ঠান্ডা হাওয়া এসে ওর শরীর আর মনটা কে ছুঁয়ে যেতেই ওর খেয়াল করলো বারান্দার নিচেই কোনো এক family dinner করে ফিরলো.....তারা ব্যাস্ত আজ কে কি ভাবে enjoy করেছে সেটা discussion a.....room এর ভিতরে roommate rao ব্যাস্ত তাদের নিজেদের কাজে....আর খোলা আকাশের রুপালি তারাগুলোকে দেখতে দেখতে দেবাংশীর মনে হলো,"" সত্যি জীবনে কিছু হতে গেলে ........বা এক অজানা বিলাস বহুল জীবনকে হাতের মুঠোয় পাওয়ার আশায় .....হয়তোবা নিজেকে বাকি সবার কাছে প্রমান করার জন্য এটাই হয়তো সব থেকে ছোট্ট আর সর্ব প্রথম পদক্ষেপ..........আর তার এই চলার পথে সে এক| নয়.....কত কত হাজারো অচেনা অজানা পথযাত্রী যেন নীরবে নিঃসাড়ে তার সঙ্গী হয়ে চলেছে...........""....
😢
😢
😢
😢
😢
😢
😢
--------
কলমের ওপারে,
"বেলা""
আজ সত্যি নিজেকে প্রবাসী বলে মনে হলো দেবাংশীর ...কে বলবে আজ নববর্ষ ?? মানে ওই বাঙ্গালী New Year..

আগে যখন ও বাড়িতে থাকতো, আজকের দিনটাতে যেত দাদু - কাকাদের সাথে চরকের মেলাতে ..ওদের এই গ্রামে হয় মেলাটা...ভাই বোন হওয়ার পর, ওদের কেও দলে নিয়ে নিতো দেবু...










সবই যেন বড়ো হবার সাথে সাথে কোথায় হারিয়ে যাচ্ছে...আজ কাল প্রায় প্রতিটা মুহূর্তেই ওর মনে হয় হয়তো এই জন্যই বড়োরা বলতো ছোট বেলাটাই ভালো....
হটাৎই গায়ের পুরোনো rough use করার জামাটা দেখে চোখের কোনটা হয়তো নিজের অজান্তেই ছল ছল করে উঠলো দেবুর...প্রতি বছর এই দিনটাতে ঠাকুমা ওদের তিন ভাই-বোনকে mainly ওকে জোর করেই নতুন জামাটা পড়াতো ...














একটা গভীর নিঃস্বাস ছেড়ে.....



















মনের ভুলেই একটা অবজ্ঞার হাসি হাসলো দেবু, সত্যি দুনিয়াটা digital হয়ে গেছে ....



Sms করতে করতে চোখের সামনে ভেসে উঠলো বাড়িতে সবার সাথে কাটানো ওর সেই golden moment গুলো
কাকা-কাকিমাদেড় সাথে খুনসুটি...ভাই বোনের সাথে ঝগড়া-মারপিট-টিভি দেখা..খেলা আবার কখনো বাবার গাড়িতে চেপে নতুন খাতা করতে যাওয়া....মায়ের কাছ থেকে কখনো বা টক-ঝাল-মিষ্টি বকুনি আর সর্বোপরি দাদু-ঠাকুমার সেই আদোরের ঝাঁপি খুলে কোনো রূপকথার গল্পের রাজকুমারী হয়ে যাওয়া.........













হঠাৎ ওর সম্বিৎ ফিরলো whatsapp এর কলেজ groupa sms আসাতে .....সব তামিল এ কথাবার্তা...ওই গতকাল ওদের তামিল New year গেছে তো সবাই কে কি করেছে তার pic পাঠাচ্ছে......















হঠাৎই দেবুর মনে হলো ওর মনের ভিতর থেকে কেউ যেন একটা ওর দিকে তাকিয়ে হাস্তে হাস্তে বলছে,""কিছু স্বপ্ন পূরণ করার জন্য বাড়ি থেকে বেরিয়ে ছিলি না ???













--------
কলমের ওপারে,
"বেলা""
No comments:
Post a Comment