Thursday, 28 May 2020

বিচ্ছেদের যন্ত্রণা এক সময় শুধুই স্মৃতি হয়ে যায়,.....
এক সাথে‌ কাটানো মূহুর্ত গুলো খেই হারিয়ে ফেলে কিছু ভুল বোঝাবুঝির ভিড়ে,,
এক সাথে‌ পথ চলার স্বপ্ন হঠাৎই অন্তর্হিত হয় অচেনা একাকিত্বতায়,,
রাতের নিস্তব্ধতা রুপান্তরিত হয় এক গভীর অনিশ্চয়তায়,
🖋️🖋️🖋️🖋️.....
কলমের ওপারে,,,,,
বেলা
"""মুখোমুখি"""
অটোরিকশাটা হু-হু করে এগিয়ে চলেছে গঙ্গার ধার দিয়ে,,,,,,নির্বাচন দপ্তরে এসেছিল কৌশানি ভোটার কার্ডটা ঠিকঠাক করতে,,,,,2 দিন বাদে ওর একটা নতুন জীবন শুরু হতে চলেছে,,,,,কোম্পানিতে join করার সময় ভোটার-কার্ডটা লাগবে তাই এই দিকটায় আসা,,,,,,,
‌গঙ্গার হওয়ায় বারবার চুলগুলো মুখের ওপর এসে পড়ছে,,,,,নাঃ সেজন্য আজ আর বিরক্ত লাগছে না কৌশানির,,,, বরং বেশ ভালোই লাগছে,,,সেই চোদ্দ বছর আগে বাসে করে যাওয়ার সময় যখন তার ঘাড় অব্দি কোনোক্রমে পৌঁছানো চুলগুলো উড়ত তখন বেশ নিজেকে বেশ বড় বড় লাগতো,,,,,,,,,আজ দীর্ঘ বছর পর সেই সব দিন গুলোকে realise করতে গিয়ে কেমন যেন ইতিহাসের বইয়ের সাথে নিজের জীবনের এক বিশাল বড় মিল খুঁজে পাচ্ছে কৌশানি,,,,,,,,সেই একই রাস্তা,,,একই অলিগলি,,,,, সেই পুরোনো ঘরবাড়ি গুলো যদিও ওদের বয়সটা বেড়েছে কিন্তু তাও সেই একই ভাবে দাঁড়িয়ে আছে,,,,,অবশ্য নতুন সদস্য হিসেবে কিছু নতুন ঘরবাড়িও ওর চোখে পড়লো,,,,,,,,মাঝে কয়েকটা সেই চেনা বাড়িও দেখতে পেল কৌশানি,,,, মনে হলো অটোটা থামিয়ে ওই বাড়িগুলোতে গিয়ে গলা ফাটিয়ে ডাকে ওই অনুরতি ওই হিমাদ্রি,,,,,,আজ খেলতে যাবি না?????
বেশ নস্টালজিক হয়ে গেছিল ও,,,,,হঠাৎ ভাবনায় ব্যঘাত পড়লো অটো কাকুর ডাকে,,,,,,""দিদি এসে গেছি""""
‌ মনের ভিতরে একটা চাপা উত্তেজনা কাজ করছে,,,,,,,এই চোদ্দ বছর বাদে কেউ কি আর ওকে চিনতে পারবে???? না ও কাউকে চিনতে পারবে???? কে জানে,,,,,যদি কেউ না থাকে ওর চেনাশোনা !!!,,,,,,
মনের ভিতরে হাজারো ওঠানামা-দ্বন্ধ-পসিটিভিটি আবার কোথাও যেন একটু হলেও নেগেটিভিটি নিয়ে
‌গুটি গুটি পায়ে এগিয়ে গেলো কৌশানি,,,,,collapsible gate টা খুলে ভিতরে প্রবেশ করতে গিয়েই মনটা বেশ ভালোমতো ভেঙে গেল গার্ড কাকুর কথা শুনে,,,,"" কে আপনি????? এখন স্যাররা সবাই মিটিং এ busy,,,,,,""
‌তাহলে কি ও যা ভেবেছিল তাই হলো???!!😢😢😢 কেউ কি ওকে চিনতে পারবে না?????কেউ কি নেই ওর চেনা???? গলার কাছটায় কেমন যেন একটা দলা পাকিয়ে এলো,,,,, কোনোক্রমে ঢোক গিলে কিছু একটা বলতে যাচ্ছিল কৌশানি,,,,, হঠাৎ পিছন থেকে কাঁধের ওপর সেই পুরোনো স্পর্শটা অনুভব করলো,,,,,,"" কেমন আছিস কৌ???"""" কিছুই ঠিক করে দেখতে পাচ্ছে না ও,,,নোনা-জল already বাঁধ ভেঙে দিয়েছে,,,,,""বলতো কৌ আমরা কে???""" সেই পুরোনো গলা,,,,,,,ঝাপসা চশমার কাঁচ দিয়েও কৌশনি পাঁচটা মুখ খুব স্পষ্ট ভাবে দেখতে পেলো,,,,,""সুরমা দিদিমণি,,,,,দেবযানী দিদিমণি,,,,,ববিতা দিদিমণি,,,,,সমীর স্যার আর রুপালি দিদিমণি,,,,,""
‌Life এ new and ultimate পর্যায়ে পা দেওয়ার আগে যখন একটু ভয়--একটু nervousness--একটু দ্বিধাবোধ লাগছিল ঠিক তখনই যেন জীবনের সেই 1st stage টা আবার একবার কৌশানির হাতটা শক্ত করে চেপে ধরে বললো ""ভয় কি??!! আমি তো আছি""",,,,,,"""ওর প্রথম স্কুল জীবন,,,,"""
‌কলমের ওপারে,,,
‌বেলা,,,
‌08,03,2019

বিচ্ছেদের যন্ত্রণা এক সময় শুধুই স্মৃতি হয়ে যায়,..... এক সাথে‌ কাটানো মূহুর্ত গুলো খেই হারিয়ে ফেলে কিছু ভুল বোঝাবুঝির ভিড়ে,, এক স...